মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে

পুলিশ ও আসামী August 1, 2017 2,924
মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে

এক চোর চুরি করতে গেছে শহরের এক বাড়িতে। চোর ভেতরে ঢুকে দেখল শোকেসে লেখা আছে- ‘এই বাটন চাপলে দরজা খুলে যাবে’।


চোর মহানন্দে বাটন চাপলো। সঙ্গে সঙ্গে বেল বেজে উঠলো। চোর ধরা পড়লো।


পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় চোর বলল-

চোর : কী দিনকাল পড়লো! মানুষের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে।