পুলিশ : তুমি কোথায় থাকো?
আসামী : আমার বাবা-মায়ের সাথে।
পুলিশ : তোমার বাবা-মা কোথায় থাকেন?
আসামী : আমার সাথে।
পুলিশ : তোমরা সবাই কোথায় থাকো?
আসামী : একসাথে।
পুলিশ : উফফ তোমার বাসা কই?
আসামী : আমার প্রতিবেশীর বাসার পাশে।
পুলিশ : তোমার প্রতিবেশীর বাসা কোথায়?
আসামী : আপনারে যদি বলি আপনি বিশ্বাস করবেন না।
পুলিশ : আরে ভাই, আগে বলো কই?
আসামী : আমার বাসার পাশে।