এইচপির নতুন ক্রোমবুক ল্যাপটপ

কম্পিউটার রিভিউ March 6, 2017 1,843
এইচপির নতুন ক্রোমবুক ল্যাপটপ

পৃথিবীর শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি তাদের ক্রোমবুক সিরিজে নতুন ল্যাপটপ বাজারে আনলো। এর মডেল ক্রোমবুক এক্স৩৬০ ১১ জি১। এটি এডুকেশন এডিশন। ডিভাইসটি এচপি প্রোবুক এক্স৩৬০ ১১১ জি১ এর ভিত্তি করে তৈরি। ল্যাপটপটি উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেম চালিত।


ল্যাপটপটিতে আছে সেলেরন এন৩৩৫০ কিংবা পেন্টিয়াম এন৪২০০ প্রসেসর রয়েছে। এতে আছে ৮ জিবি ডিডিআর৩ র‌্যাম, ১২৮ জিবি ফ্লাশ স্টোরেজ।


এর ডিসপ্লে ১১.৬ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল।


ল্যাপটপটির দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি। ক্রেতারা এটি এপ্রিলের মাঝামাঝি সময়ে বাজার থেকে কিনতে পারবেন।