ব্যাপারটা জানতামই না...

বন্ধু কৌতুক March 1, 2017 2,755
ব্যাপারটা জানতামই না...

রাস্তা দিয়ে যাচ্ছিল দুই বন্ধু পল্টু আর শাল্টু। হঠাৎ ওপর থেকে বিদ্যুতের তার ছিড়ে পড়লো পল্টুর গায়ে। বিকট চিৎকার দিয়ে সে পড়ে গেল মাটিতে, মুখ দিয়ে গোঁঙানি বেড়িয়ে আসছে...


ওদিকে বন্ধুর সাহায্যে কিছু না করে উল্টো ক্ষেপে গেল শাল্টু। ধমকে বললো


আরে ভীতুর ডিম ওঠ! দুইদিন ধরে কারেন্ট নাই, জানস না!


এবার পল্টু তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। স্মার্টলি গা-হাত-পা থেকে ধূলো ঝাড়তে ঝাড়তে বললো


থ্যাঙ্কস, বন্ধু! আজ তুই না থাকলে তো মরেই গিয়েছিলাম। ব্যাপারটা জানতামই না...