তোর গার্লফ্রেন্ডকে পটাবে

বন্ধু কৌতুক March 1, 2017 2,782
তোর গার্লফ্রেন্ডকে পটাবে

গেন্দু ও তার এক বন্ধুর মধ্যে কথা হচ্ছে-


গেন্দু : ওই জানোস, আমার এক বন্ধু জোর করে আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নম্বর চুরি করছে!


বন্ধু : বলিস কি? এখন কি করবি?


গেন্দু : আমি আবার কি করব? ওতো পাগল হয়ে একের পর এক এসএমএস করতেছে!


বন্ধু : আরে ব্যাটা তোর গার্লফ্রেন্ডকে পটাবে!


গেন্দু : আরে রাখ! নিজের বোনকে কি পটানো যায়?


বন্ধু : মানে!


গেন্দু : আমি তো ওর ছোটবোনের সঙ্গেই প্রেম করি!