দাঁত সোনার মতো হলুদ

বন্ধু কৌতুক February 26, 2017 2,297
দাঁত সোনার মতো হলুদ

পল্টু : কিরে মন খারাপ ক্যান?


বিট্টু : বউ রাগ করেছে!


পল্টু : আবার কি করেছিস?


বিট্টু : ওকে খুশি করার জন্য একটু প্রশংসা করেছিলাম শুধু!


পল্টু : কি প্রশংসা করেছিস?


বিট্টু : শুধু বলেছিলাম, তোমার মুখমণ্ডল হীরের মতো উজ্জ্বল আর তোমার দাঁত সোনার মতো হলুদ! তবুও রাগ করলো!