ফার্স্টকালাস পাত্র

বন্ধু কৌতুক February 24, 2017 2,491
ফার্স্টকালাস পাত্র

অনেকদিন পর দেখা কমল আর নিজাম দুই বন্ধুর। নিজাম স্মার্ট-শিক্ষিত আর কমল অশিক্ষিত, বোকা টাইপ। তবে কিছুক্ষণের মধ্যেই সুখ-দুঃথের কথায় মেতে উঠলো দু’জনে


নিজাম: বিয়া করছি দোস্ত বিউটি কুইন। মাগার আন্ডার মেট্রিক। তবে আমি নিজে তারে মেট্রিক পাশ করাইছি। এরপর আইএ, এরপর বিএ এবং শেষতক মাস্টার্সও পাশ করাইছ। অহন কী করি ক তো?


কমল খুব উৎফুল্ল হয়ে: তুই তো দেখতেছি তার লাইগা বাপের চাইতে বেশি কইরা ফালাইছস। বালা করছস। এইবার একটা ফার্স্টকালাস পাত্র দেইখা হেরে বিয়া দিয়া দে...