কত অলস প্রাণী

বন্ধু কৌতুক February 22, 2017 2,480
কত অলস প্রাণী

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-


১ম বন্ধু : দেখেছিস, শামুক কত অলস প্রাণী। তিন ঘণ্টা ধরে দেখছি মাত্র দুই ইঞ্চি এগিয়েছে।


২য় বন্ধু : আর তুই বা কম কিসে। তিন ঘণ্টা ধরে একই জায়গায় একইভাবে বসে শামুকটাকে দেখছিস।