বাবলুর গাড়ি

বন্ধু কৌতুক February 22, 2017 1,394
বাবলুর গাড়ি

কম তেল খরচ হয় এমন গাড়ি কিনবেন বাবলু সাহেব। খোঁজ-খবর করতে গেলেন গাড়িওয়ালা বন্ধু পলাশের কাছে।


বাবলু : দোস্ত, এক লিটারে কয় কিলোমিটার চালাস তোর গাড়ি?


পলাশ : পাঁচ কিলো।


বাবলু : মানে! তোর গাড়ি কী রাক্ষস নাকি? মাত্র পাঁচ কিলো যেতে এক লিটার গিলে খায়!


পলাশ : না, আমি চালাই পাঁচ কিলো, বাকি ২৫ কিলো চালায় আমার বউ।