সপ্তম প্রজন্মের প্রসেসরে এইচপির নতুন ল্যাপটপ

কম্পিউটার রিভিউ February 20, 2017 1,242
সপ্তম প্রজন্মের প্রসেসরে এইচপির নতুন ল্যাপটপ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে সপ্তম প্রজন্মের প্রসেসরে এইচপির নতুন ল্যাপটপ। বেশ কয়েকটি মডেলে এই ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটি মডেল এইচপি এইচপি ১৪-এম১০৩টিউ। এটি নোটবুক পিসি। দেশের বাজারে ল্যাপটপটির পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।


ল্যাপটপটিতে আছে ইনটেল সপ্তম প্রজন্মের কোর আই৫ ৭২০০ ইউ। প্রসেসরের ক্লক স্পিড ২.৫ থেকে ৩.১ গিগাহার্জ। ১ টেরাবাইট হার্ডডিস্কের এই ল্যাপটপটির ডিসপ্লে ১৪.১ ইঞ্চি। এতে ডায়াগোনাল হাই ডেফিনেশন এলইডি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর র‌্যাম ৪ জিবির ডিডিআর ৪।


এইচপির নতুন এই ল্যাপটপটিতে সুপার মাল্টি ডিভিডি প্লাস রি রাইটেবল ড্রাইভ রয়েছে। জ্যাক ব্ল্যাক কালারে ল্যাপটপটি দেশের পাওয়া যাবে। ল্যাপটপটির মূল্য ৪৭ হাজার ৫০০ টাকা।ল্যাপটপটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।