দুই বন্ধুর অতীতের কথা হচ্ছে-
১ম বন্ধু : আচ্ছা তোর কোনোদিন মারাত্মক অসুখ হয়েছে নাকি?
২য় বন্ধু : হু... হয়েছিল। ডায়রিয়া হয়েছিল। ওইবার ডায়রিয়াতে অনেক লোক মারা গিয়েছিল।
১ম বন্ধু : কেন, তুই মারা যাসনি?
২য় বন্ধু : এখন তোর সঙ্গে বসে অতীতের কথা বলছে কে?
১ম বন্ধু : কেন তুই...
২য় বন্ধু : তাহলে কী আমি মারা গিয়েছি?