আমার কিছু ধরবি না

বন্ধু কৌতুক January 31, 2017 3,420
আমার কিছু ধরবি না

প্রথম বন্ধু : কী রে, তুই আমার রেইনকোট পরেছিস কেন? তোকে না বলেছি, তুই আমার কিছু ধরবি না।


দ্বিতীয় বন্ধু : আরে বেটা, বাইরে বৃষ্টি হচ্ছে। পরেছি তো তোর ভালোর জন্যই।


প্রথম বন্ধু : কিসের ভালো?


দ্বিতীয় বন্ধু : তোর শার্ট যাতে না ভিজে সেজন্যই তো রেইনকোট পরেছি।