বাগানে পানি দিতে যা

মালিক ও কর্মচারী January 25, 2017 2,498
বাগানে পানি দিতে যা

এক বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছে-


মালিক : রঞ্জু, বাগানে পানি দিতে যা।


কাজের লোক : স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।


মালিক : বৃষ্টি হলে ছাতা নিয়ে যা!