বউ কুয়ার মধ্যে

বন্ধু কৌতুক January 19, 2017 2,336
বউ কুয়ার মধ্যে

কাশেম : গতকাল আমার বউ কুয়ার মধ্যে পইড়া গেছে। অনেক ব্যথা পাইছে। অনেক চিৎকার করছে।


মোখলেছ : তোর বউ এখন কেমন আছে?


কাশেম : তা তো জানি না।


মোখলেছ : কেন, জিগাস নাই?


কাশেম : মনে হয় ভালো হইয়া গেছে। এখন আর কুয়ার ভিতর থিকা কোনো আওয়াজ পাইতাছি না।