মাত্র ২০ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে লেনোভোর একটি ল্যাপটপ। এটি আইডিয়াপ্যাড সিরিজের। মডেল আইডিয়াপ্যাড ১১০। কালো রঙের এই ল্যাপটপটি দেশের বাজারে বিক্রি করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে আছে ইন্টেল সিডিসি এন৩০৬০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.৬ গিগাহার্জ থেকে ২.৪৮ গিগাহার্জ।
২ জিবি র্যামের এই ল্যাপটপটিতে আছে ৫০০ জিবি হার্ডডিস্ক। এতে ইন্টেলের এইচডি গ্রাফিক্স কার্ড রয়েছে। আরও আছে ফ্রি ডস।
ল্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চির এইচডি এলইডি। রয়েছে রিরাইটেবল ডিভিডি ড্রাইভ।
লেনোভোর অনুমোদিত বিক্রয় কেন্দ্রে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে।