লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেশে প্রথমবারের মত নিয়ে এলো ফুল এইচডি ডিসপ্লে সহ সপ্তম প্রজন্মের প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপ। মডেল লেনোভো আইডিয়াপ্যাড ৩১০।
ল্যাপটপটির ডিসপ্লের রেজুলেশন ১৯২০ঢ১০৮০পিক্সেল। এত প্রাণবন্ত ভিজ্যুয়াল ইফেক্ট পাওয়া যাবে।
আইডিয়াপ্যাড ৩১০ সপ্তম প্রজন্মের ল্যাপটপগুলো কোর আই-৩, কোর আই-৫ এবং কোর আই-৭ প্রসেসর দিয়ে বাজারে পাওয়া যাচ্ছে। যা ডিজাইনের দিক থেকে আগের মডেলগুলোর তুলনায় আরও অনেক বেশি পাতলা ও আকর্ষণীয়।
কালো ও সিলভার কালারের ল্যাপটপগুলো ১৫.৬ ইঞ্চি এবং ১৪ ইঞ্চি ডিস্প্লে, ডিডিআর৪ র্যাম, এনভিডিয়া এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ। আইডিয়াপ্যাড ৩১০ ল্যাপটপগুলো ডলবি মিউজিক সমৃদ্ধ এবং ল্যাপটপটিকে ১৮০ ডিগ্রি পর্যন্ত ডিসপ্লে ফ্ল্যাট করা যায়।
কোর আই৩ ল্যাপটপগুলোর মূল্য ৪০,০০০ থেকে শুরু। কোর আই৫ ল্যাপটপগুলোর মূল্য ৫০,০০০ থেকে শুরু এবং কোর আই৭ ল্যাপটপগুলোর মূল্য ৬০,০০০ থেকে শুরু হয়েছে।
২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।