ছিটকিনিটা নষ্ট তো

বন্ধু কৌতুক January 16, 2017 2,070
ছিটকিনিটা নষ্ট তো

প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!


দ্বিতীয় বন্ধু : স-বা-ই?


প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।


দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!


প্রথম বন্ধু : ধুর, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই।