সাশ্রয়ী দাম ইন্সপায়রন সিরিজের একটি ল্যাপটপ ছাড়লো ডেল। মডেল ইন্সপায়রন ৩০৫২। ল্যাপটপটি দেশের বাজারে পরিবেশন করছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।
ল্যাপটপটিতে আছে ইনটেল কোয়াড কোর এন৩৭০০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৪ গিগাহার্জ।
৪ জিবি র্যামের এই ল্যাপটপটিতে আছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ।
ল্যাপটপটির ডিসপ্লে ১৯.৫ ইঞ্চির। এটি এন্টি গ্লেয়ার প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
ইনট্লে এইচডি গ্রাফিক্স সমৃদ্ধ ডেলের এই ল্যাপটটিতে ডিভিডি রিরাইটেবল ড্রাইভ রয়েছে। এতে আছে ফ্রি ডস।
নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ইন্সপায়রন সিরিজের ল্যাপটটিতে ব্লটুথ, ওয়াইফাই এবং ওয়াইসি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির মূল্য ৩৬ হাজার ৫০০ টাকা।
- ঢাকা টাইমস