নতুন বছরে বিশেষ ছাড়!

বন্ধু কৌতুক January 9, 2017 1,854
নতুন বছরে বিশেষ ছাড়!

প্রথম দোস্ত :মনটা বহুত খারাপ রে দোস্ত। নতুন বছরটা যে ক্যান আইলো?


দ্বিতীয় দোস্ত :কেন রে, কী হইছে?


প্রথম দোস্ত :বউ কইছিল এই জীবনে আর আমার মুখ দেখতে চায় না।


দ্বিতীয় দোস্ত :দোস্ত দুঃখ করিস কেন? আমরা তো আছি। আমাগো লগে ঘুরবি, ফিরবি, আড্ডা দিবি।


প্রথম দোস্ত :আরে, দুঃখ কি সেই জন্য করি? নতুন বছর আইছে, অহন বউ বিশেষ ছাড় দিতে চাইতাছে।