সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড মনিটরসহ মাত্র ৯,৯৯৯ টাকায় একটি ডেস্কটপ পিসি প্যাকেজ বাজারে ছেড়েছে। অফিস, বাসা বা ফ্রিল্যান্সিংয়ের প্রায় সকল ধরনের কাজের উপযোগী সিস্টেমআই ইকো ওয়ান।
পিসিটির কনফিগারেশন হিসেবে আছে প্রসেসর ইন্টেল কোরটুডুয়ো ২.২০ গিগা হার্জ, র্যাম ২ জিবি, হার্ডডিস্ক ১৬০ জিবি ও মনিটর এলইডি ১৭ ইঞ্চি।
রয়েছে ৩ বছরের বিক্রয় সেবা ও ১ বছরের পণ্য ওয়ারেন্টি।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, 'শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সুলভ মূল্যে সবার হাতে কম্পিউটার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্যাকেজটি করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'ইকো ওয়ান পিসির ওয়ারেন্টি ক্লেইম একদিনে নিস্পত্তি করা হবে।' সরাসরি ক্রয়ের পাশাপাশি অনলাইনে অর্ডার করেও ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে পিসিটি পাওয়া যাবে।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.systemeye.net এই ঠিকানায়।
সূত্রঃ ঢাকা টাইমস