চারটা পিলার লাগিয়েছি

বাবা-ছেলে কৌতুক December 31, 2016 1,718
চারটা পিলার লাগিয়েছি

ছেলের পরীক্ষার ফল বের হয়েছে। ছেলের বাবা ফলাফল জানতে চান. . .


বাবা : পরীক্ষার খবর কী?


ছেলে : চারটা পিলার লাগিয়েছি, বাবা।


বাবা : মানে?


ছেলে : ‘ফেইলর ইস দ্য পিলার অব সাকসেস’। আমি চার বিষয়ে ফেল করেছি।


বাবা : ভালো। এবার পিলার দিয়ে দালান বানাও। আমি চুনকামের আয়োজন করছি।