বাঘ পা পিছলে পড়ছিল

বন্ধু কৌতুক December 25, 2016 1,819
বাঘ পা পিছলে পড়ছিল

১ম বন্ধু : জানিস, গতকাল বাড়ির পেছনে জঙ্গলে গিয়ে দেখি একটা বাঘ। বাঘ দেখে তো আমি ফুল স্পিডে দৌড় দিলাম। বাঘও আমার পেছন পেছন দৌড়াতে লাগলো। কিন্তু ও আমাকে ধরতে পারছিল না। যেই ধরতে যাচ্ছিল, তখনই পা পিছলে পড়ে যাচ্ছিল।


২য় বন্ধু : তোর তো অনেক সাহস! আমি হলে তো ওখানেই ভয়ে হিসু করে দিতাম।


১ম বন্ধু : তুই কি ভেবেছিস বাঘ এমনি এমনি পা পিছলে পড়ছিল।