রফিক চিকিৎসককে ব্যাংকের চেকের মাধ্যমে ফি’র টাকাটা দিয়ে এসেছিল। কয়েকদিন পর চিকিৎসক রফিককে দেখে ডেকে বললেন....
চিকিৎসক : এই যে রফিক সাহেব, আপনার দেয়া চেকটা কিন্তু ফেরত এসেছে।
রফিক : সে তো আসবেই।
চিকিৎসক : মানে?
রফিক : আপনার কাছে যে রোগটা সারাতে গেছিলাম, সেটাও তো আবার ফিরে এসেছে।