১৯ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 20, 2016 1,132
১৯ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

দেশের বাজারে মাত্র ১৯ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে আসুসের ব্র্যান্ড নিউ ল্যাপটপ। মডেল এক্স৪৪১-এন৩০৬০।


আকর্ষণীয় এই ল্যাপটপটিতে আছে ইন্টেল সেলেরন ডুয়েল কোর এন৩০৬০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.৬০ থেকে ২.৪৮ গিগাহার্জ। ২ জিবি এবং ৪ জিবি র‌্যাম ভার্সনে ল্যাপটপটি পাওয়া যাবে। এর হার্ডডিস্ক ৫০০ জিবি।


ল্যাপটপটিতে আছে ১৪ ইঞ্চির এইচডি এলইডি ব্যাকলিট ডিসপ্লে।


ডিভিডি রিরাইটেবল ড্রাইভ সমৃদ্ধ এই ল্যাপটপটিতে আছে ওয়েবক্যাম এবং কার্ড রিডার।


নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে এতে আছে ওয়াইফাই, ব্লুটুথ এবং এইচডিএমআই পোর্ট।


ব্ল্যাক এবং সিলভার এই দুইটি রঙে ল্যাপটপটি পাওয়া যাবে।