আবার দেখা হবে

ডাক্তার ও রোগী December 20, 2016 2,033
আবার দেখা হবে

চিকিৎসক : ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পরও স্যার আপনি এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু কাঁদছেন কেন?


রোগী : আমি কী আর শুধু শুধু কাদঁছি? আমি যে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়েছি তাতে লেখা ছিল ‘আবার দেখা হবে’।