বাংলাদেশের বাজারে ‘ম্যাকবুক প্রো ২০১৬’ সংস্করণটি বিক্রি শুরু করেছে কম্পিউটার সোর্স। চারটি ভিন্ন মডেলে ধূসর ও রুপালি রঙের ম্যাকবুকগুলো হালকা-পাতলা। এর কি-বোর্ডে রয়েছে অভিনবত্ব। ১৩ দশমিক ৩ ও ১৫ দশমিক ৪ ইঞ্চি পর্দার এই ম্যাকবুকে প্রথমবারের মতো যুক্ত হয়েছে টাচ বার ও টাচ আইডি।
ব্যবহারকারী নিজের সুবিধা মতো টাচ বারটি সাজিয়ে নিতে পারবেন। আগের ম্যাকবুকের চেয়ে নতুন সংস্করণের ম্যাকবুকে ডিসপ্লে রেজল্যুশন বেড়েছে।
কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ দশমিক ৩ ইঞ্চি মডেলের টাচ বারহীন ম্যাকবুক প্রোর দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। টাচ বারসহ ২৫৬ জিবি এসএসডিযুক্ত মডেলটির দাম ১ লাখ ৭০ হাজার টাকা। ৫১২ জিবি এসএসডিযুক্ত মডেলটির দাম ১ লাখ ৯০ হাজার টাকা।
টাচ বারসহ ১৫ দশমিক ৪ ইঞ্চি মাপের ম্যাকবুক প্রোর দাম ২ লাখ ৬০ হাজার টাকা। বিজ্ঞপ্তি।