২৮ হাজার টাকায় ডেস্কটপ কম্পিউটার

কম্পিউটার রিভিউ December 16, 2016 1,068
২৮ হাজার টাকায় ডেস্কটপ কম্পিউটার

মাত্র ২৮ হাজার টাকায় মিলবে আসুসের ব্যান্ড ডেস্কটপ কম্পিউটার। এটি আসুস পো সিরিজের। মডেল কে৩১এএন।


ডেস্কটপটিতে আছে সিপিইউ, মনিটর, কিবোর্ড এবং মাউস। এতে আছে ইন্টেলের পেন্টিয়াম কোয়াড কোর জে২৯০০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৪ গিগাহার্জ।


আসুসের এই ডেস্কটপটিতে ১৮.৫ ইঞ্চির এলইডি ব্যাকলিট মনিটর রয়েছে। আরও আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স। সাটা ৫০০ জিবি হার্ডডিস্ক।


এতে আছে ৪ জিবি র‌্যাম। ডুয়েল চ্যানেলের মাধ্যমে ৮ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানো যাবে।


২৪ এক্স সুপারমাল্টি ডিভিডি রিরাইটেবল ডিস্ক ছাড়াও সিপিইউতে আছে ইউএসবি ২ এবং ৩


৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি পাওয়া যাবে ডেস্কটপটিতে।