২৫ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 15, 2016 1,108
২৫ হাজার টাকায় আসুসের ল্যাপটপ

মাত্র ২৫ হাজার ৫০০ মিলবে আসুসের নতুন ল্যাপটপ। এটি আসুসের ভিভোবুক সিরিজের। মডেল আসুস ভিভোবুক ই২০২এসএ।


ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। এতে আছে ইন্টেল ডুয়েল কোর সেলেরণ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.১৬ গিগাহার্জ।


ইন্টেল এইচডি গ্রাফিক্স জেন ৭ সমৃদ্ধ এই ল্যাপটপটিতে আছে ৪ জিবি ডিডিআর৩ র‌্যাম। এতে সাটা ৫০০ জিবি হার্ডডিস্ক রয়েছে।


নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ল্যাপটপটিতে আছে ইউএসবি ১,২ টাইপ সি, ব্লুটুথ এবং ওয়াইফাই।


২ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ ল্যাপটপটির বাজার মূল্য ২৫ হাজার ৫০০ টাকা। দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।