এক ছেলে গেছে পীরের কাছে দোয়া চাইতে! সে পীর সাহেবকে বেশ খাতির যত্ন করে বলল...
ছেলে : বাবা আমার জন্য একটু দোয়া কর।
পীর : দোয়া করি, তোর যেন একটা ছেলে সন্তান হয়!
এক বছর পর...
ছেলে : বাবা, কেমন দোয়া করলেন? কোন সন্তানই তো হলো না!
পীর : আচ্ছা এবার দোয়া করে দিলাম! নিশ্চয়ই হবে! যা বাসায় যা!
আরো এক বছর পর...
ছেলে : বাবা, কোনো সন্তানই তো হলো না!
পীর : তাইলে মনে হয় তোর বউয়ের কোনো সমস্যা হয়েছে! বউকে নিয়ে আয় দেখি কি সমস্যা!
ছেলে : আমি তো এখনো বিয়াই করি নাই! বউ আসবে কোত্থেকে?