কেউ জেগে থাকলে

বাবা-ছেলে কৌতুক December 12, 2016 1,509
কেউ জেগে থাকলে

বাবা : রনি তুই সারাদিন টো টো করে ঘুরে বেড়াস, পড়িস কখন?


ছেলে : আব্বা, আমি রাতে নিরিবিলিতে পড়াশোনা করি। যখন কেউ জেগে থাকে তখন আমার পড়া হয় না।


বাবা : মিথ্যা বলিস না। আমি রাতে চুপ করে দেখার চেষ্টা করেছি, দেখেছি তুই পড়িস না।


ছেলে : এই তো আব্বা, আগেই বলেছি কেউ জেগে থাকলে আমার পড়া হয় না।