লেনোভোর সাশ্রয়ী দামের কনভার্টিবল ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 8, 2016 1,225
লেনোভোর সাশ্রয়ী দামের কনভার্টিবল ল্যাপটপ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে লেনোভোর ফ্লাগশিপ কনভার্টিবল ল্যাপটপ। ইয়োগা সিরিজের ল্যাপটপটির মডেল লেনোভো ইয়োগা ৫০০। দেশের লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।


ইয়োগা ৫০০ ল্যাপটপটিতে আছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩-৫০১০ইউ। প্রসেসরের ক্লকস্পিড ২.১ গিগাহার্জ।


ল্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চির। এইচডি এলইডি ডিসপ্লেতে ১০ পয়েন্ট মাল্টিটাচ সুবিধা রয়েছে।


উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত লেনোভোর এই ল্যাপটপটিতে আছে ৪ জিবি ডিডিআর৩ এল র‌্যাম। এতে আছে ৫০০ জিবির হার্ডডিস্ক এবং ৮ জিবির এসএসএইচডি।


আরও রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড এবং এইচডি ক্যাম।


১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ৫০ হাজার ৫০ টাকা।