দেশের বাজারে পাওয়া যাচ্ছে লেনোভোর ফ্লাগশিপ কনভার্টিবল ল্যাপটপ। ইয়োগা সিরিজের ল্যাপটপটির মডেল লেনোভো ইয়োগা ৫০০। দেশের লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
ইয়োগা ৫০০ ল্যাপটপটিতে আছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩-৫০১০ইউ। প্রসেসরের ক্লকস্পিড ২.১ গিগাহার্জ।
ল্যাপটপটির ডিসপ্লে ১৪ ইঞ্চির। এইচডি এলইডি ডিসপ্লেতে ১০ পয়েন্ট মাল্টিটাচ সুবিধা রয়েছে।
উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত লেনোভোর এই ল্যাপটপটিতে আছে ৪ জিবি ডিডিআর৩ এল র্যাম। এতে আছে ৫০০ জিবির হার্ডডিস্ক এবং ৮ জিবির এসএসএইচডি।
আরও রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড এবং এইচডি ক্যাম।
১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ৫০ হাজার ৫০ টাকা।