স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাবো

মালিক ও কর্মচারী December 4, 2016 2,873
স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাবো

অফিসের কর্মচারী আর বসের মধ্যে কথা হচ্ছে-


কর্মচারী : স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দেবেন?


বস : কেন?


কর্মচারী : আমার স্ত্রীকে নিয়ে একটু শপিংয়ে যাবো।


বস : না, কোনো ছুটি হবে না।


কর্মচারী : আপনি আমাকে বাঁচালেন, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ!