৩৫ হাজার টাকায় ডেলের গেমিং ল্যাপটপ

কম্পিউটার রিভিউ December 2, 2016 1,010
৩৫ হাজার টাকায় ডেলের গেমিং ল্যাপটপ

সাশ্রয়ী দামে ডেলের ইন্সপায়রন সিরিজের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এটির মডেল ইন্সপায়রন এন৫৫৫৯। ল্যাপটপটিতে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।


ল্যাপটপটিতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৩০৬২০০ইউ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ২.৩০ গিগাহার্জ। ৪ জিবি র‌্যামের ল্যাপটপটিতে ১ টেরবাইট হার্ড ড্রাইভ রয়েছে।


ডেলের গেমিং ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড। ৪ সেল ব্যাটারির ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে ব্যাকলিট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


ডিভাইসটিতে ট্রে লোড ডিভিডি রাইটার আছে।


দেশের বাজারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে ৩৫ হাজার ৪২০ টাকা। -ঢাকা টাইমস