পরপর দুটি ভুল

মালিক ও কর্মচারী November 25, 2016 2,943
পরপর দুটি ভুল

সাপ্তাহিক বেতনের দিন। চেক পেয়ে কর্মচারী চিত্কার দিয়ে উঠল।


কর্মচারি : আমাকে কম টাকা দেওয়া হলো কেন?


মালিক :গত সপ্তাহে ভুলে তোমাকে বেশি টাকা দিয়েছিলাম। তখন তো কিছু বলনি।


কর্মচারি : একটা ভুল না হয় হয়ে গেছে, কিন্তু পরপর দুটি ভুল তো আর হতে দিতে পারি না।