২৪ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

কম্পিউটার রিভিউ November 23, 2016 1,263
২৪ হাজার টাকায় লেনোভোর ল্যাপটপ

লেনোভোর সাশ্রয়ী দামের একটি ল্যাপটপ বাজারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এটি আইডিয়া প্যাড সিরিজে। মডেল আইডিয়া প্যাড ১০০। দেশের বাজারে ল্যাপটপটির মূল্য ২৪ হাজার ৫০০ টাকা।


ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে। এতে আচে ইন্টেল সিডিসি এন২৮৪০-থ্রিএম কেস এবং ২.১৬ গিগাহার্জের প্রসেসর। র‌্যাম আছে ৪ জিবির ডিডিআর৩। হার্ডডিস্ক ৫০০ জিবির।


এতে ইন্টেল এইচডি ৫২০ গ্রাফিক্স কার্ড রয়েছে। ফ্রি ডস সমৃদ্ধ ল্যাপটপটিতে ১ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি মিলবে।


সূত্রঃ ঢাকাটাইমস