দেশে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নতুন ডেস্কটপ কম্পিউটার বাজারে ছেড়েছে। মডেল লেনোভো এম৭০০ টাওয়ার।
সম্পূর্ণ ব্যান্ড ডেস্কটপটিতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৩-৬১০০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ৩.৭ গিগাহার্জ। এতে ৪ জিবি ডিডিআর৪ র্যাম ব্যবহৃত হয়েছে।
ডেস্কটপটিতে আছে মনিটর, কিবোর্ড, মাউস।
এতে লেনোভোর ১৯.৫ ইঞ্চির কালার এইচডি এলইডি মনিটর ব্যবহার করা হয়েছে।
১ টেরাবাইট হার্ডডিস্কের ডেস্কটপটিতে ফ্রি ডস অপারেটিং সিস্টেম আছে।
৩ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে ডেস্কটপটির মূল্য ৩৬ হাজার ৫০০ টাকা। -ঢাকা টাইমস