৩৬ হাজার টাকায় লেনোভোর ডেস্কটপ কম্পিউটার

কম্পিউটার রিভিউ November 20, 2016 916
৩৬ হাজার টাকায় লেনোভোর ডেস্কটপ কম্পিউটার

দেশে লেনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নতুন ডেস্কটপ কম্পিউটার বাজারে ছেড়েছে। মডেল লেনোভো এম৭০০ টাওয়ার।


সম্পূর্ণ ব্যান্ড ডেস্কটপটিতে আছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৩-৬১০০ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ৩.৭ গিগাহার্জ। এতে ৪ জিবি ডিডিআর৪ র‌্যাম ব্যবহৃত হয়েছে।


ডেস্কটপটিতে আছে মনিটর, কিবোর্ড, মাউস।


এতে লেনোভোর ১৯.৫ ইঞ্চির কালার এইচডি এলইডি মনিটর ব্যবহার করা হয়েছে।


১ টেরাবাইট হার্ডডিস্কের ডেস্কটপটিতে ফ্রি ডস অপারেটিং সিস্টেম আছে।


৩ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে ডেস্কটপটির মূল্য ৩৬ হাজার ৫০০ টাকা। -ঢাকা টাইমস