১৯ হাজার টাকায় ল্যাপটপ

কম্পিউটার রিভিউ November 16, 2016 1,331
১৯ হাজার টাকায় ল্যাপটপ

চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো সাশ্রয়ী দামের বহনযোগ্য ল্যাপটপ বাজারে ছেড়েছে। এটির মডেল ‘লেনোভো আইডিয়াপ্যাড ১০০এস’। এটম প্রসেসরের এ ল্যাপটপটি খুবই হালকা ও পাতলা । ফলে এটি খুব সহজে বহন করা যায়। দাম মাত্র ১৯ হাজার টাকা।


লেনেভো আইপি সিরিজের এ ল্যাপটপটিতে আছে ১১.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। র‌্যাম ২ জিবি। এর হার্ডডিস্ক ৩২ জিবির। এছাড়াও ইন্টেলের এইচডি গ্রাফিক্স কার্ডও ব্যবহার করা হয়েছে।


কানেক্টটিভিটির জন্য আছে ব্লুটুথ ও ওয়াইফাই। এটি দুটি রঙে পাওয়া যাবে । একটি নীল অন্যটি সিলভার।


১ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ লেনোভো আইডিয়াপ্যাড ১০০এস ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় পাওয়া যাবে।