লেনোভোর একের ভিতর দুই ‘আইডিয়াপ্যাড মিক্স’ বাজারে

কম্পিউটার রিভিউ November 11, 2016 860
লেনোভোর একের ভিতর দুই ‘আইডিয়াপ্যাড মিক্স’ বাজারে

দেশে আইডিয়াপ্যাড মিক্স ৩১০ মডেলের ট্যাবলেট-পিসি নিয়ে এসেছে লোনোভোর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। একের ভিতর দুই এই ল্যাপটপ কাম ট্যাবলেটটি ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যে।


ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এটম কোয়ার্ড কোর প্রসেসর, দু্ই জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ, যা বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।


১০ ইঞ্চির এই ল্যাপটপটিতে রয়েছে প্রিলোডেড উইন্ডোজ ১০ হোম ভার্সন অপারেটিং সিস্টেম।



এছাড়াও রয়েছে দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে ১০ ঘণ্টা।


ছোট এবং সহজ ব্যবহারযোগ্য এই ল্যাপটপটির মূল্য ২৪ হাজার ৫০০ টাকা।


দুই বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ দেশে গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হউজে বিক্রি হচ্ছে।