তুই কীসের ছাত্র

পুলিশ ও আসামী November 11, 2016 4,386
তুই কীসের ছাত্র

পুলিশ এক ছাত্রকে আটক করলো-


ছাত্র : আমারে ছেড়ে দ্যান, আমি ছাত্র।


পুলিশ : তুই কি লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালাস?


ছাত্র : না!


পুলিশ : সুন্দরী মেয়ে দেখলেই খাতির জমানোর চেষ্টা করিস?


ছাত্র : না!


পুলিশ : ক্যাফেটেরিয়ায় বইসা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা মারস?


ছাত্র : না!


পুলিশ : ব্যাটা হাঁদারাম, আমারে বোকা পাইছোস! তাইলে তুই কীসের ছাত্র?