এবার মাফ করেন!

বন্ধু কৌতুক November 10, 2016 2,295
এবার মাফ করেন!

আমি এলাকায় নতুন

দুই মাতাল বন্ধু রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে আরেক জনকে বলছে-


১ম মাতাল : দেখ তো আকাশে চাঁদ নাকি সূর্য।

২য় মাতাল : ওটা সূর্য।


১ম মাতাল : নারে ওটা চাঁদ।


এ নিয়ে ওরা যখন তর্ক করছিলো তখন আরেকজন তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখন ১ম মাতাল বললো-

১ম মাতাল : ভাই বলেন তো আকাশে চাঁদ নাকি সূর্য?


লোক : ভাই আমি বলতে পারবো না, আমি এই এলাকায় নতুন এসেছি।