এইচপি এআইও ২০-সি০১১১ পিকিউসি মডেলের নতুন অল ইন ওয়ান কম্পিউটার বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।
ইন্টেল ৬ষ্ঠ প্রজন্মের কোয়ার্ড কোর প্রসেসর সম্পন্ন এই কম্পিউটারে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৯.৫ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ওয়াইফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম এবং স্লিম ডিভিডি রাইটার।
এই কম্পিউটারটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বিদ্যুতসাশ্রয়ী এবং ডেস্কটপ কম্পিউটারের তুলনায় কম স্থান দখল করে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৪১ হাজার টাকা।