চাবি টেবিলের উপর

মালিক ও কর্মচারী November 2, 2016 2,180
চাবি টেবিলের উপর

চাকর : হুজুর, আমি চাকরি ছেড়ে চলে যাচ্ছি।


কর্তা : কেন, কী এমন ঘটল যে তুমি চাকরি ছেড়ে চলে যাচ্ছ?


চাকর : আপনি আমাকে বিশ্বাস করেন না।


কর্তা : তোমাকে এ কথা কে বলল? আমার আলমারির চাবি পর্যন্ত টেবিলের উপর পড়ে থাকে।


চাকর : আপনি ঠিকই বলেছেন, কিন্তু তার মধ্যে একটা চাবিও আলমারিতে লাগে না।