কল্পনাশক্তির অধিকারী

মালিক ও কর্মচারী October 28, 2016 2,086
কল্পনাশক্তির অধিকারী

কোম্পানির ডিরেক্টর দুই সপ্তাহ আগে নিয়োগকৃত কর্মচারীকে ডেকে রাগতস্বরে বলছে-


ডিরেক্টর : এইসব কী? তুমি ভাইভাতে বলেছিলে, তোমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। আজ ভেরিফিকেশন করে দেখলাম এটা তোমার প্রথম চাকরি।


কর্মচারী : জি স্যার। আপনার চাকরির বিজ্ঞপ্তিতে লেখা ছিলো- প্রার্থীকে অবশ্যই ভালো কল্পনাশক্তির অধিকারী হতে হবে।