এক রোগি চিকিৎসকের কাছে এলো তার পা নীল হয়ে গেছে তাই-
চিকিৎসক : পায়ে বিষের সংক্রমণ হয়েছে, পা কেটে ফেলতে হবে!
কয়েক দিন পর রোগির আরেক পা-ও নীল হয়ে গেল!
চিকিৎসক : এই পায়েও বিষের সংক্রমণ ঘটেছে, সুতরাং কাটতে হবে!
এরপর প্লাস্টিকের পা লাগানোর পরও দেখা গেল, তা নীল হয়ে গেছে!
চিকিৎসক : হুম, এখন আপনার রোগ বুঝতে পারলাম, আপনার জিন্সের প্যান্টেরই রং ওঠে!