বাজারে ল্যাটিচিউড সিরিজের নতুন ল্যাপটপ

কম্পিউটার রিভিউ October 14, 2016 967
বাজারে ল্যাটিচিউড সিরিজের নতুন ল্যাপটপ

ডেল ব্রান্ডের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ বাজারে এসেছে।


দেশের বাজারে ডেল ল্যাপটপের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, ল্যাপটপের দাম এক লাখ ২৫ হাজার টাকা। ল্যাপটপে তিন বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।


ইনটেল কোর আই সেভেন আই সেভেন ৬৬৫০ ইউ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র‍্যাম (২১৩৩ মেগাহার্জ), ৫১২ গিগাবাইট এসএসডি, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ ও ৫৪০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।