বাকি খেলা দেখ

পুলিশ ও আসামী October 4, 2016 3,725
বাকি খেলা দেখ

ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের দেয়াল বেয়ে ওঠার সময় দুই দর্শককে আটক করল পুলিশ-

পুলিশ : দেয়াল বেয়ে উঠছিলে কেন?

দর্শক : কী করব? আপনারা তো গেট বন্ধ করে দিয়েছেন।

পুলিশ : গেট বন্ধই থাকবে। ওপরের নির্দেশ আছে, খেলা শেষ হওয়ার আগে কোনো দর্শক যেন বের হতে না পারে! এখন যাও, গ্যালারিতে বসো আর বাকি খেলা দেখ!