স্ত্রী ওই জিনিসই ভয় পায়

বন্ধু কৌতুক September 30, 2016 2,575
স্ত্রী ওই জিনিসই ভয় পায়

শরিফ আর সাকিব দুই বন্ধু। তাদের মধ্যে কথা হচ্ছে-


সাকিব : আচ্ছা, বল তো, তোকে যদি পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয়, তুই কী হয়ে জন্ম নিবি?


শরিফ : তেলাপোকা।


সাকিব : কেন?


শরিফ : কারণ আমার স্ত্রী ওই একটা জিনিসই ভয় পায়!