বাবু ও আসিফ দুই বন্ধু। তাদের মধ্যে কথা হচ্ছে-
বাবু : জানিস, আমাদের যিনি সমাজবিজ্ঞান পড়ান, তিনি শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন ভালো ডাক্তারও।
আসিফ : তাই নাকি?
বাবু : হ্যাঁ। তবে সমস্যা হলো, তিনি ক্লাসে কেবল একটি মাত্র রোগেরই ওষুধ দিতে জানেন।
আসিফ : কী রোগ?
বাবু : অনিদ্রা! তাঁর ক্লাসে গেলেই সবার ব্যাপক ঘুম পায়।