এক বন্ধু আরেক বন্ধুর বাসায় বেড়াতে এসে দেখলেন বন্ধুর স্ত্রী কাঁদছেন।
অতিথি : কী ব্যাপার, তোমার স্ত্রী কাঁদছে মনে হয়?
বন্ধু : হ্যাঁ।
অতিথি : কেন?
বন্ধু : জানতে চাইনি।
অতিথি : কেন?
বন্ধু : আগে যতবার কান্নার কারণ জানতে চেয়েছি, ততবার আমাকে ফতুর হতে হয়েছে!